Wednesday , September 11 2024
Breaking News

এইচএসসি ও স্নাতক পাসে সিরাজগঞ্জবাসীর জন্য চাকরি, পদ ১৭০

সিরাজগঞ্জবাসীর-চাকরি:

সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ১৪তম, ১৫তম, ১৬তম ও ১৯তম গ্রেডে ১৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি থাকলে ১৪, ১৫, ১৬ ও ১৯তম গ্রেডে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণসাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। একজন একাধিক পদে আবেদন করতে পারবেন না।

সিরাজগঞ্জবাসীর-চাকরি:

১. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৫
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০টাকা (গ্রেড-১৫)

সিরাজগঞ্জবাসীর-চাকরি:

৪. পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১৪৬
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

বয়সসীমা

৭ মে ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

সিরাজগঞ্জবাসীর-চাকরি:

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://cssirajganj.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শেষ কবে

২৮ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন।

সিরাজগঞ্জবাসীর-চাকরি:

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১৩ থেকে ১৬ গ্রেড পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আর ১৭ থেকে ২০ গ্রেডের পদের জন্য আবেদন ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আরও চাকরির খবর

Check Also

মধুমতি ব্যাংক নেবে অফিসার

মধুমতি ব্যাংক স্নাতক পাসে নেবে অফিসার, প্রয়োজন অভিজ্ঞতা

মধুমতি ব্যাংক নেবে অফিসার: বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসিতে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *