ডেসকোতে চাকরি:
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) পদে চুক্তিভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ–৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর এবং চতুর্থ গ্রেডে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারি বা সমপদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার সিস্টেম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। টিপিএম, টিকিউএম, করপোরেট গভর্নেন্স, শ্রম আইন, কোম্পানি আইন ও প্রিভেনটিভ মেইনটেন্যান্সে অবশ্যই জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা
সুযোগ–সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সুবিধা এবং সার্বক্ষণিক জ্বালানি ও চালকসহ গাড়ি দেওয়া হবে।
ডেসকোতে চাকরি:
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডেসকোর ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
পরীক্ষা ফি বাবদ ৫,০০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৪।