Thursday , December 26 2024
Breaking News

ডিপিডিসিতে চাকরি, ৩ ক্যাটাগরিতে পদ ৪৭

ডিপিডিসিতে চাকরি:

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ৪৭ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

১. পদের নাম: কমপ্লেইন সুপারভাইজার

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি। গ্রাহকসেবা/ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,৫০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

২. পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৫

যোগ্যতা: ব্যবসায় শিক্ষা/ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমতূল্য ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকলে ভালো। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৪,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

৩. পদের নাম: সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২০

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। পাওয়ার টেকনোলজি/ ইলেকট্রিক্যাল টেকনোলজি/মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৫,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

বয়স: ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। ডিপিডিসির নিজস্ব কর্মীদের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

ডিপিডিসিতে চাকরি:

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর ও শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আরও পড়ুন চাকরির খবর

Check Also

প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি

লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি, পদ ৫৯, আবেদন করুন দ্রুত

প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *