আন্তর্জাতিক-সংস্থায়-চাকরি:
হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টে (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্ট্র্যাটেজিক গ্রুপ লিড পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: স্ট্র্যাটেজিক গ্রুপ লিড
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৩ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিস্ক রিডাকশন, ওয়াটার, ক্রায়োস্ফিয়ার, এয়ার, সোশ্যাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, সাসটেইনেবল লাইভলিহুডস বা সাসটেইনেবল ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কোনো আন্তর্জাতিক সংস্থায় নেতৃত্ব বা ব্যবস্থাপনার পর্যায়ে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। হিন্দুকুশ হিমালয় অঞ্চল সম্পর্কে জানাশোনা থাকতে হবে। দেশের বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন ১,৩০,৩৯২ মার্কিন ডলার (১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৬৮৩ টাকা প্রায়) (আলোচনা সাপেক্ষে)।
সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য–জীবন–দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে–কেয়ারের সুবিধা আছে।
আন্তর্জাতিক-সংস্থায়-চাকরি:
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৪ আগস্ট ২০২৪ (নেপাল সময়)।