Sunday , December 22 2024
Breaking News

পিকেএসএফে ঢাকায় চাকরি, বেতন ২ লাখ ২০ হাজার

পিকেএসএফে ঢাকায় চাকরি:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট (স্মার্ট)’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট/ ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট/ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/ ডিজাস্টার ম্যানেজমেন্ট/ ফরেস্ট্রি বিষয়ে তিন বা চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এনভায়রনমেন্টাল কনজারভেশন/ রিসোর্স ম্যানেজমেন্ট/ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট/ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ফ্রেমওয়ার্ক/ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডার্ডস/ এনভায়রনমেন্টাল সেফগার্ড অ্যান্ড কমপ্ল্যায়েন্সেস/ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্টে প্রশিক্ষণ থাকতে হবে।

এনভায়রনমেন্টাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় একই প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এর সঙ্গে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিল ও গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

পিকেএসএফে ঢাকায় চাকরি:

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৪।

আরও পড়ুন চাকরির খবর

Check Also

এসএমসিতে চাকরি

এসএমসিতে চাকরির সুযোগ, আছে সার্বক্ষণিক গাড়ি

এসএমসিতে চাকরি: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় হেড অফিসে চিফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *